করোনায় যুক্তরাজ্যে ১ লাখ মানুষের প্রাণহানি
কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃত্যু এরই মধ্যে এক লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে। করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যায় দেশটি বিশ্বে পঞ্চম অবস্থানে। খবর ডেইলি সাবাহর।
করোনায় আক্রান্ত ও মৃত্যুর সবশেষ আপডেট রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, বুধবার দুপুর ১২টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৬৮ হাজার ৯ হাজার ৭৪৬ জন। আর মারা গেছেন এক লাখ ১৬২ জন। করোনা থেকে সেরে উঠেছেন এক লাখ ৬৬ হাজার দুই হাজার ৪৮৪ জন।
গত ২৪ ঘণ্টা নতুন করে এক হাজার ৬৩১ জন মারা গেছেন ইউরোপের এই জনবহুল দেশে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ২০ হাজারের বেশি।
এর আগে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও মেক্সিকো মৃতের সংখ্যা এক লাখ পার করে। দেশগুলোতে মোট মৃতের সংখ্যা যথাক্রমে চার লাখ ৩৫ হাজার ৪৫২, দুই লাখ ১৮ হাজার ৯১৮, এক লাখ ৫৩ হাজার ৭৫১ এবং এক লাখ ৫২ হাজার ১৬ জন।
যুক্তরাজ্যের বিভিন্ন অঙ্গরাজ্যে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ চলছে। সবচেয়ে আতঙ্কের বিষয় দেশেটিতে করোনার নতুন ধরন দেখা দিয়েছে। এ কারণে দেশটির সঙ্গে বহুদেশ বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
যুক্তরাজ্যে করোনার বিস্তারের কারণ হিসেবে সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন বিশ্লেষকরা। দেশটির সরকার শুরু থেকে করোনাকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ অনেকের।