৪৪ হাজার মেয়ের বিয়ের প্রস্তাব পান যাদব!

এখন থেকে চার বছর আগে লালুপ্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী যাদব ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী। সেসময় ভাঙ্গা সড়ক, সরকারি কর্মকর্তাদের দুর্ব্যবহার নিয়ে অভিযোগ পেতে তার ব্যাক্তিগত একটি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছিলেন তিনি। জানা যায় সেই নম্বরে অভিযোগের চেয়ে বেশি এসেছিল বিয়ের প্রস্তাব। সেইসময় তার বয়স ২৬-২৭।

বিহারের গণপূর্তদপ্তর থেকে সেসময় জানানো হয়েছিল ৪৪ হাজার তরুণী তাঁদের ছবি তুলে হোয়াটসঅ্যাপ সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছেন তেজস্বীকে। মাত্র ৩ হাজার মেসেজ এসেছিল রাস্তাঘাট ও উন্নয়ন সংক্রান্ত সমস্যার জন্য।

মেয়েরা মেসেজে নিজের উচ্চতা,গায়ের রঙ বিস্তারিত জানিয়েছিল তেজস্বীকে। সেই সময়ে রীতিমতো লজ্জাজনক অবস্থায় পরেছিলেন তেজস্বী এবং মজা করেই তিনি বলে বলেছিলেন যে, ভাগ্যিস আমার বিয়ে হয়নি নাহলে বিপদে পড়তাম। তার জনপ্রিয়তা যে এখনো কমেনি সাম্প্রতিক বিহারের বিধানসভা নির্বাচনেই তা বোঝা গিয়েছিল।

You might also like

Leave A Reply

Your email address will not be published.