কাশ্মীরে ডাল লেকের পানি জমে বরফ

ঠান্ডায় কাঁপছে ভারতের একাংশ। চলছে ভারী শৈত্যপ্রবাহ। ঠান্ডায় ইতিমধ্যেই জমে বরফ হয়ে গেছে পর্যটকদের অন্যতম আকর্ষণ কাশ্মীরের ডাল লেকের পানি। বেশ কিছু এলাকায় পাইপ লাইনের পানিও জমে বরফ হয়ে গেছে। ভারতের বিখ্যাত পর্যটককেন্দ্র কাশ্মীরের গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

তবে কিছুটা বদলেছে দিল্লির আবহাওয়া। সোমবার (১৮ জানুয়ারি) সকালে দিল্লির তাপমাত্রা বেড়ে পৌঁছেছে ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। দেশটির রাজধানী শহর মোড়া রয়েছে ঘন কুয়াশার চাদরে।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের কিছু এলাকায় তীব্র শীত থাকতে পারে। এছাড়া হরিয়ানা এবং পঞ্জাবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকতে পারে।

সোমবার দিল্লিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দফতর। আবহাওয়া অফিসের মতে, আগামী ২ দিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তাপমাত্রা হতে পারে ৮ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.