এই প্রথম সেকেন্ড জেন্টলম্যান টুইটার, পাচ্ছেন কমলার স্বামী
২০ জানুয়ারির পর থেকে টুইটারে সরকারিভাবে আমেরিকার সেকেন্ড জেন্টলম্যান হিসাবে পরিচিত হতে চলেছেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ।
ইতিহাসে এমন ঘটনা প্রথম। কমলা প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসাবে ইতিহাস তৈরি করেছেন। এবার তার স্বামীও ঢুকে পড়লেন ইতিহাসের পাতায়। খবর বিবিসির।
কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ পেশায় আইনজীবী। প্রথমবারের জন্য তিনি একটি অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট পেতে চলেছেন।
এখন পর্যন্ত এমহফের নতুন টুইটার অ্যাকাউন্টে চার লাখ ৮০ হাজার ফলোয়ার আছে। ভবিষ্যতে সেই সংখ্যাটা আরও দ্রুত বাড়বে বলেই মনে করা হচ্ছে।
একটি মাইক্রোব্লগিং সাইট চালান এনহফ। সেখানে তার পরিচয়ে লেখা, ‘ভবিষ্যতের সেকেন্ড জেন্টলম্যান, দায়িত্ববান পিতা ও আমেরিকার ভাইস প্রেসিডেন্টের গর্বিত স্বামী।’
৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন শপথ নেবেন ২০ জানুয়ারি। সেই সময়ে একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমেরিকার নতুন প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।
বাইডেন কয়েক দিন আগেই টুইট করে জানিয়েছেন, তার প্রেসিডেন্ট ইলেক্ট বাইডেন অ্যাকাউন্টটি একেবারে প্রেসিডেন্টের অ্যাকাউন্টে পরিবর্তিত হয়ে যাবে।