এইচএসসির অটোপাসের ফল প্রকাশ মোবাইলফোনে
আসন্ন এইচএসসির ও সমমানের ফল মোবাইলফোনে এসএমএসের মাধ্যমে প্রকাশ করার উদ্যোগ নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। শুক্রবার (৮ জানুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে
২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে বোর্ডগুলো। সরকারি মোবাইলফোন অপারেটর টেলিটকের মাধ্যমে এই রেজিস্ট্রেশন করতে পারবেন শিক্ষার্থীরা।
আন্তঃশিক্ষা বোর্ড-সূত্রে জানা গেছে, যারা রেজিস্ট্রেশন করবে তারা ফল প্রকাশের দিন ঘরে বসেই তা সংগ্রহ করতে পারবেন। এজন্য প্রি-রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে টেলিটক।
টেলিটকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ঘরে বসে ফল পেতে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলফোনের ম্যাসেজ অপশনে গিয়ে। প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডর নাম রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে।
তবে, যশোর শিক্ষাবোর্ড থেকে পরীক্ষার্থীদের অভিভাবকদের মোবাইলফোন নম্বর আগে থেকেই সংগ্রহ করেছে। এসএমএসের মাধ্যমে তাদের ফল জানিয়ে দেওয়া হবে।