ট্রাম্প সমর্থকদের হামলায় পুলিশের মৃত্যু, ক্যাপিটল পুলিশ প্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থক হামলাকারীদের সাথে সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা মারা গেছেন। ব্রায়ান ডি সিকনিক নামের ওই পুলিশ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় মারা যান বলে ক্যাপিটল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে।

২০০৮ সাল থেকে ক্যাপিটল পুলিশে কাজ করে যাওয়া ব্রায়ান বুধবার দাঙ্গাকারীদের সাথে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে আহত হন। পুলিশ ফাড়িতে ফেরার পর তার অবস্থা খারাপ হয় এবং তাকে হাসপাতালে নেয়া হয়। সিএনএন জানিয়েছিল তাকে লাইফ সাপোর্ট এ নেয়া হয়েছে।

এ নিয়ে বুধবাারের দাঙ্গায় ট্রাম্প সমর্থক হামলাকারীসহ মোট ৫ জন মারা গেলেন।

এদিকে এনবিসি নিউজ জানিয়েছে, ব্রায়ানের মৃত্যুর কিছু আগেই ক্যাপিটল পুলিশ প্রধান স্টিফেন সান্ড পদদ্যাগ করেছেন। দাঙ্গাকারীদের মোকাবেলা নিয়ে তীব্র সমালোচনার মুখে তিনি পদত্যাগ করেন।

You might also like

Comments are closed.