অপি করিমের ঘরে নতুন অতিথি

টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অপি করিমের ঘরে এসেছে নতুন অতিথি। কন্যাসন্তানের মা হয়েছেন অপি-নির্ঝর দম্পতি।

সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন অপি। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অপির মা শাহান আরা করিম।

শাহান আরা করিম জানান, রোববার বিকালে অপি করিমকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের মা হন অপি। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

স্থপতি ও পরিচালক এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী ও স্থপতি অপি করিম চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন।

২০০৪ সালে ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয়ের জন্য অপি আর নির্ঝর পরিচালিত ‘আহা’ ছবি শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। দুজনে মেরিল–প্রথম আলো পুরস্কারও পেয়েছেন।

You might also like

Comments are closed.