এ লেভেল পরীক্ষার অনুমতি তবে আক্রান্ত হলে দায় ব্রিটিশ কাউন্সিলের

আগামী জানুয়ারি থেকেই ইংলিশ মিডিয়াম স্কুলের ‘এ’ লেভেল পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনা সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন কঠোরভাবে অনুসরণ করে পরীক্ষা আয়োজন করতে হবে ব্রিটিশ কাউন্সিলকে। তবে, কোনো শিক্ষার্থী করোনাভাইরাস আক্রান্ত হলে তার দায় ব্রিটিশ কাউন্সিলকে নিতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

রোববার (২০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়ে চিঠি ব্রিটিশ কাউন্সিলে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইছমত উল্লাহ স্বাক্ষরিত অনুমতিপত্রে ৪ দফা শর্তে এ লেভেল ও জিসিএসই পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

শর্ত হলো-
১। স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন কঠোরভাবে অনুসরণ করতে হবে।

২। সারা দেশের ৩৫টি ভেন্যুতে প্রতিদিন ১ হাজার ৬০০ পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পরীক্ষার হলে প্রতিজন শিক্ষার্থীকে ৬ ফুট দূরে দূরে বসানোর ব্যবস্থা করতে হবে।

৩। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় সরকার পরীক্ষা নেওয়ার অনুমতি বাতিল করতে পারবে।

৪। কোনো শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার দায় ব্রিটিশ কাউন্সিলকে নিতে হবে।

জানা গেছে, জানুয়ারি মাস থেকেই এ লেভেল পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ব্রিটিশ কাউন্সিল। জানুয়ারি মাস থেকে পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ের গত ৮ ডিসেম্বর আবেদন করেছিল সংস্থাটি। যদিও শিক্ষার্থীরা করোনা মহামরির মধ্যে পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.