সবাই ছেড়ে যাচ্ছেন ট্রাম্পকে, বাইডেনকে সিনেট মেজরিটি লিডারের অভিনন্দন

সিনেট মেজরিটি লিডার, রিপাবলিকান দলীয় নেতা মিচ ম্যাককনেল প্রেসিডেন্ট-ইলেক্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট-ইলেক্ট কমালা হ্যারিসকে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছেন। এর মধ্য দিয়ে এই প্রথম তিনি নির্বাচনে তাদের জয় সরাসরি স্বীকার করে নিলেন। এ খবর দিয়েছে দ্য হিল।

ম্যাককনেল বলেন, ইলেক্টোরাল কলেজ তাদের কাজ সেড়েছে, তাই আজ আমি প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনকে অভিনন্দন জানাতে চাই। তিনি সিনেটে অপরিচিত কেউ নন। বহু বছর ধরে তিনি নিজেকে জনসেবাতে নিবেদিত করেছেন। আমাদের অনেকের আশা ছিল যে প্রেসিডেন্ট নির্বাচনে ভিন্ন ফল আসবে। তবে ২০ শে জানুয়ারি কে শপথ নেবেন তা নির্ধারণ করার জন্য আমাদের সরকার পদ্ধতিতে সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে।

এদিকে সিএনএন এর খবর, ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দায়িত্ব বুঝিয়ে দেয়ার অংশ হিসাবে বৃহস্পতিবার বৈঠক করবেন বাইডেন নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে। এটি হতে যাচ্ছে, বাইডেনের জয়ে ডনাল্ড ট্রাম্পের শীর্ষ কূটনীতিকের প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি যে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির লাগাম তার উত্তরসূরির হাতে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.