রাশিয়ার মিডিয়ার দাবি ট্রাম্পকে আশ্রয় দিক মস্কো
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম যা দিয়ে ক্রেমলিন সম্পর্কে নির্ভরযোগ্য ধারণা লাভ করা যায়, যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কিত ঘটনাগুলোর দিকে নজর রেখে চলেছে। রাশিয়ার আইন প্রণেতা, বিশেষজ্ঞ এবং পন্ডিতরা মমতার সুরে ডনাল্ড ট্রাম্পকে ‘আমাদের ডনাল্ড,’ ‘ট্রাম্পুশা’ এবং ‘কমরেড ট্রাম্প’ বলে সম্বোধন করে বারবার মস্কোর সর্বকালের প্রিয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় টিভির নিউজ টকশো ‘সিক্সটি মিনিটস্’ এর কো-হোস্ট অলগা স্কাবিভা এই সম্ভাবনার কথা তুলেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প একবারের জন্য প্রেসিডেন্ট হিসেবে নিজ মেয়াদকাল শেষ করার পর, যুক্তরাষ্ট্রে যে কোন মামলায় বিচার থেকে বাঁচতে রাশিয়াতে আশ্রয় প্রার্থনা করবেন।
স্কাবিভা জোর দিয়ে বলেন যে এটা কোনভাবেই রসিকতার বিষয় নয়: ‘এটি খুবই গুরুতর বিষয়।’
ট্রাম্প খুব শীঘ্রই কি ধরনের অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন, সেসব তিনি উচ্চস্বরে উল্লেখ করছিলেন।
ট্যাক্স ফাঁকি দেওয়া থেকে শুরু করে জালিয়াতি এবং যৌন নিপীড়নের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের সম্ভাবনা নিয়ে স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞরা বেশ আগ্রহ নিয়ে আলোচনা করেন। তারা একমত হন যে ট্রাম্প নিজেকে ‘প্রেসিডেন্টের প্রদত্ত ক্ষমতা’ বলে ক্ষমা করলেও তা তাকে অঙ্গরাজ্যসমূহের মামলায় সহায়তা করবে না। যদি না সেটা রাশিয়ায় সাম্প্রতিককালে আনা সংবিধান সংশোধনীর মতো হয় যা দেশটির প্রাক্তন প্রেসিডেন্টদের ফৌজদারি মামলা থেকে আজীবন দায়মুক্তির সুযোগ দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একান্ত ব্যক্তিগত পর্যায়ে ট্রাম্পের সাথে মেলানো যেতে পারে -সেটা যে কেবল ক্ষমতার নির্মম চর্চার বিষয়ে তা নয়, জবাবদিহিতার তীব্র ভয়ের বিষয়েও যদি হাত থেকে ক্ষমতা ছুটে যায়। পুতিনের হাতে রাশিয়ার রাষ্ট্রক্ষমতা ভালোভাবে থাকলেও ট্রাম্পের নিয়তি সেক্ষেত্রে বহুদূরে নির্ধারিত।
সূত্রঃ ডেইলি বিস্ট