ট্রাম্পের প্রেস সেক্রেটারি ম্যাকানানি ইঙ্গিত দিলেন বাইডেন জয়ী
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেইলি ম্যাকানানি ট্রাম্পের নির্বাচনী প্রচারণার উপদেষ্টা হিসাবে “অনানুষ্ঠানিক” ভূমিকা রাখার কথা বলতে গিয়ে রোববার স্বীকার করেছেন যে জো বাইডেন-ই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হবেন। এর মাধ্যমে ম্যাকানানি তার ‘বস’ প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধিতা করলেন, যিনি এখনও পর্যন্ত নির্বাচনকে স্বীকৃতি জানাতে অস্বীকার করেছেন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাকানানি জানুয়ারিতে জর্জিয়ার রান অফ নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন যা সিনেটে কারা নিয়ন্ত্রণ পাবে সে সিদ্ধান্ত নেবে। ম্যাকানানি আরো বলেন, বাইডেনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিস সিনেট নিয়ন্ত্রণ করবেন।
এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম গার্ডিয়ান, যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস সহ অনেক পত্রিকা।
প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট বাইডেন ৮১ মিলিয়নেরও বেশি ভোট পেয়ে জয়লাভ করলেও বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচন মেনে নিতে অস্বীকার করছেন।
ম্যাকানানি এ বছরের এপ্রিল মাস থেকে হোয়াইট হাউসের (৩১তম) প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে ২০১৭ সালে তাকে ট্রাম্পের দল রিপাবলিকান ন্যাশনাল কমিটির মুখপাত্র হিসেবে নিয়োগ দেয়া হয়। নির্বাচন নিয়ে ম্যাকানানির এই বক্তব্য যে ট্রাম্পের জন্য বড় এক ধাক্কা, তা আর বলার অপেক্ষা রাখে না।