১২ ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দেশের ১২টি ক্যাডেট কলেজে ২০২১ সালে সপ্তম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আগ্রহী শিক্ষার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা

২২ নভেম্বর আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ২০২১ সালের ১০ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকাল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। www.cadetcollege.army.mil.bd অথবা https://cadetcollegeadmission.army.mil.bd
থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

পরীক্ষা
লিখিত পরীক্ষা আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা ৩০০ নম্বরের।

গণিত ১০০, বাংলা ৬০, ইংরেজি ১০০ এবং সাধারণ জ্ঞান ৪০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আবেদনের যোগ্যতা

প্রার্থীদের বাংলাদেশি নাগরিক হতে হবে। ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা

১ জানুয়ারি ২০২১ তারিখে আবেদনকারীদের বয়স হবে সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস।

উচ্চতা

বালক ও বালিকা উভয়ের ক্ষেত্রেই উচ্চতা ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি হতে হবে।

আবেদন ফি

আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা।

ক্যাডেট কলেজগুলো বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেলের তত্ত্বাবধানে পরিচালিত স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান।

বর্তমানে ছেলেদের জন্য ৯টি এবং মেয়েদের ৩টি ক্যাডেট কলেজ রয়েছে।

You might also like

Comments are closed.