‘এই শতাব্দী হবে আমেরিকান শতাব্দী’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত জোসেফ বাইডেন বলেছেন তিনি বিশ্বাস করেন, এই শতাব্দী হবে “আমেরিকান শতাব্দী”। থ্যাঙ্কসগিভিং ডে উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ছুটির দিনে যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশ্যে দেয়া এক টেলিভিশন বক্তৃতায় তিনি একথা জানান। সিএনএন তার ওই বক্তব্য সম্প্রচার করে।
“এই থ্যাঙ্কসগিভিং আমাদের জন্য যতই কঠিন হোক না কেন, আমাদের অবশ্যই দুর্দান্ত সাফল্যের স্বপ্ন দেখতে হবে এবং আমাদের একটি উজ্জ্বল ভবিষ্যত রয়েছে,” তিনি বলেন। “আমি এখনকার মতো যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের বিষয়ে কখনোই এতোটা আশাবাদী ছিলাম না। আমি দৃড়ভাবে বিশ্বাস করি যে একবিংশ শতাব্দী হবে আমেরিকান শতাব্দী। ”
“আমরা এমন একটি অর্থনীতি গড়ে তুলব যা বিশ্বকে নেতৃত্ব দেবে। আমরা শক্তিমত্তা প্রদর্শন করে নয়, উদাহরণ তৈরি করে বিশ্বকে নেতৃত্ব দেব। আমরা জলবায়ু সসংশ্লিষ্ট বিষয়গুলোতে নেতৃত্ব দিয়ে এই গ্রহকে বাঁচাবো। আমরা ক্যান্সার, আলঝেইমার্স এবং ডায়াবেটিসের চিকিৎসা করবো। আমরা আমাদের দেশে বর্ণবাদ নির্মূল করবো” বাইডেন যোগ করেন।