যুক্তরাষ্ট্রে মৃত্যু আড়াই লাখ ছাড়িয়ে

করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা রেকর্ড গড়েছে। দেশটিতে এই ভাইরাসে মৃত্যুবরণ করেছে আড়াই লাখের বেশি মানুষ।

জন হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে বৃহস্পতিবার এতথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

সর্বশেষপ্রাপ্ত তথ্যানুযায়ী, দেশটিতে মৃতের সংখ্যা এখন দুই লাখ ৫০ হাজার ২৯ জন। আক্রান্তের সংখ্যা এক কোটি ১৫ লাখের মতো।

এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত এবং সংক্রমিত হওয়ার হিসেবে যুক্তরাষ্ট্রই এখন বিশ্বে শীর্ষে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে সারাবিশ্বে।

You might also like

Comments are closed.