জুয়েল আইচের অবস্থার উন্নতি

করোনায় আক্রান্ত নন্দিত জাদুশিল্পী জুয়েল আইচকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ফুসফুস ৪০ শতাংশের মতো সংক্রমিত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তার স্ত্রী বিপাশা আইচ বলেন, ‘গতকালের চেয়ে আজকের অবস্থা কিছুটা ভালো। অপিজেন খুব বেশি দরকার পড়ছে না। খাওয়াদাওয়া নিয়ে গতকাল যে সমস্যা ছিল, তা আজ কম বলে মনে হচ্ছিল। সবাই তার জন্য দোয়া করবেন।’

জুয়েল আইচের স্ত্রী বিপাশা আইচ ও মেয়ে খেয়া আইচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন আগেই। তারা দু’জন এরই মধ্যে সেরে উঠলেও জুয়েল আইচকে ভর্তি হতে হয় হাসপাতালে। গত ৪ নভেম্বর থেকে জ্বরে ভুগছিলেন জুয়েল আইচ। শুরুতে গুরুত্ব না দিলেও পরে জ্বরের মাত্রা বাড়তে থাকায় চিকিৎসকের পরামর্শে তিনি করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।

বিপাশা আইচ জানান, করোনা ছাড়াও জুয়েল আইচ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। গত সোমবার রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ওই হাসপাতালের চিকিৎসাসেবায় তারা সন্তুষ্ট হতে পারছিলেন না। পরে সিএমএইচে ভর্তি করা হয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.