ইসলামের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা আছে: ফরাসি পররাষ্ট্রমন্ত্রী

ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে ফ্রান্সের। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়ভেস লি ড্রায়ান কায়রো সফরকালে এই মন্তব্য করেছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এমন সময়ে এই মন্তব্য করলেন যখন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ইসলাম নিয়ে বেফাঁস মন্তব্য করার দায়ে ইসলাম বিশ্বে প্রবল সমালোচনার মুখে।

এরই মধ্যে মিশরের প্রেসিডেন্ট আব্দেল-ফাতেহ আল-সিসি এবং পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌক্রাইয়ের সঙ্গে সাক্ষাত করেছেন লি ড্রায়ান

সাক্ষাতের পর লি ড্রায়ান বলেছেন, আমাদের প্রথম একটি নীতি রয়েছে সেটি হচ্ছে ইসলামের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা।

তিনি বলেন, আমি আরো বলতে চাই মুসলিমরা ফ্রান্সের সমাজে পুরোপুরি অংশীদার।

এছাড়া ফ্রান্সের এই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দ্বিতীয় বার্তা হলো আমরা আমাদের মাটি সন্ত্রাসবাদের হুমকির মুখোমুখি, সেটি হল ধর্মান্ধতা। এই হুমকি অন্যত্রও এবং এটি ‘কমন’ লড়াই। সিজিটিএন

You might also like

Leave A Reply

Your email address will not be published.