ঢাবিতে আজ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
আজ ৫ অক্টোবর ২০২০, বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৪ সাল হতে প্রতি বছর ৫ অক্টোবর পালিত হয়ে আসছে বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বব্যাপী এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়।
এ বছর শিক্ষক দিবসের প্রতিপাদ্য হলো- “Teachers: Leading in crisis, reimagining the future”.
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), ঢাকা বিশ্ববিদ্যালয় আজ (৫ অক্টোবর ২০২০) সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন করবে।
ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিতব্য উক্ত অনুষ্ঠানে আইইআর এর পরিচালক ড. মো. আবদুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি প্রো-ভিসি (শিক্ষা) ড. এ এস এম মাকসুদ কামাল, আলোচক- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ এবং ড. ছিদ্দিকুর রহমান (সাবেক পরিচালক, আইইআর)।
অনুষ্ঠানে শিক্ষায় জীবনব্যাপী অনবদ্য অবদানের জন্য জনাব মোঃ নূরুল আলমকে (প্রাক্তন প্রধান শিক্ষক, শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুন্দরগঞ্জ, গাইবান্ধা) ‘শিক্ষক সম্মাননা’ প্রদান করা হবে।
নীচের লিংকে ক্লিক করে যে কেউ অনুষ্ঠানে যোগ দিতে পারবেনঃ
Zoom link https://bdren.zoom.us/j/67578470173