শততম টেস্টে সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় মুশফিকের

শততম টেস্টে নামার আগে খানিকটা আবেগপ্রবণ হয়ে পরেছিলেন মুশফিকুর রহিম। ঢাকা টেস্টের প্রথম দিনে টসের পর তাকে ঘিরেই কত আয়োজন। পরিবার, সতীর্থ, কোচ ও ভক্তদের ধন্যবাদ জানিয়ে মুশফিক শোনান, একশভাগ দেওয়ার প্রত্যয়।

২০০৫ সালে লর্ডসে হাবিবুল বাশারের নেতৃত্বে নিজের অভিষেক টেস্ট ম্যাচ খেলেছিলেন মুশফিক। সে ম্যাচে অধিনায়ক বাশারই অভিষেক টেস্টের ক্যাপ পরিয়েছিলেন মুশফিককে। বুধবার (১৯ নভেম্বর) শততম টেস্টের আগেও সেই বাশারের কাছ থেকে স্মারক ক্যাপ পেলেন মুশি। যা পেয়ে যারপরনাই খুশি মি. ডিপেন্ডএবল।

মুশফিকের ভাষায়, ‘আল্লাহকে ধন্যবাদ এমন দারুণ একটা সুযোগের জন্য। যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবারের সব সদস্য, বাবা-মাকে কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষত আমার স্ত্রীকে, যে অনেক নির্ঘুম রাত কাটিয়েছে। আমার সতীর্থ, কোচ, বন্ধু ও সব ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই।’

বাংলাদেশের ক্রিকেটের প্রতি শুভকামনা জানিয়ে মুশফিক বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমিও বাংলাদেশ ক্রিকেটের জন্য এক শ ভাগ দেব, যেমনটা সব সময় চেষ্টা করি। আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ।’

মুশফিকের শততম ম্যাচটি স্মরণীয় করে রাখতে আয়োজনের কমতি রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিকের জন্য বিশেষ ক্যাপ, বিশেষ জার্সি, স্মারক—সবকিছুই রেখেছে বোর্ড। ঢাকা টেস্টের প্রথম দিনে এখন ৩ রানে ব্যাট করছেন মুশফিক। দ্বিতীয় সেশন পর্যন্ত বাংলাদেশ দল ৩ উইকেট হারিয়ে তুলেছে ১০১ রান।

You might also like

Comments are closed.