ইউক্রেনে যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তুরস্ক: এরদোগান
ইউক্রেন ও রাশিয়ার মধ্য চলামান যুদ্ধ থামাতে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
ইস্তানবুলে ইবনে হালদুন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খবর ইয়েনি সাফাকের।
এরদোগান বলেন, এ আঞ্চলের শান্তি বজায় রাখতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ দ্রুত থামানোর প্রয়োজন।
এ দুই দেশের কাছে সবচেয়ে বিশ্বস্ত দেশ তুরস্ক। এ কারণেই যুদ্ধ থামাতে প্রথম থেকেই মধ্যস্থতার ভূমিকায় রয়েছে তুরস্ক।
বিশেষ করে গত শুক্রবার খাদ্যশস্য রপ্তানি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত চুক্তিরও মধ্যস্থতা করেছে তুরস্ক।
এরদোগান বলেন, কৃষ্ণ সাগরকে যুদ্ধের বাইরে রাখতে হবে। কারণ এ সাগর দিয়ে রাশিয়া ও ইউক্রেনের খাদ্যশস্য থেকে শুরু করে সার ও জ্বালানি তেল গোটা বিশ্বে রপ্তানি হয়ে থাকে।
তাই বৈশ্বিক চাহিদার জোগান ঠিক রাখতে কৃষ্ণ সাগরকে যুদ্ধের বাইরে রাখতে হবে এবং দ্রুত দুদেশের যুদ্ধ বন্ধ করতে হবে।

Comments are closed.