ঢাকা-২ আসনের সাংসদ সাবেক খদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন ১৫ আগষ্ট, ৩রা নভেম্বের ও ২১ আগষ্টের হত্যা কান্ড একই সুত্রে গাাঁথা।ঐ একই শক্তি এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য তাড়া করে ফিরছে। এরা এখনও ষডযন্ত্রে লিপ্ত। এরা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায়। তাই এই অপশক্তির বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গডে তুলতে হবে। এদেরকে রাজনীতি থেকে বিতারিত করতে হবে।
তিনি আজ ২৮ আগষ্ট শনিবার দুপুরে রামের কান্দায় ইস্পাহানী সরকারী ডিগ্রি কলেজ মাঠে কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের উদ্যোগে আয়োজিত ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট উপলক্ষে দোয়া মাহফিল আলোচনা সভা ও অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের আহবায়ক মোঃ মনির হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয়কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ন আহবায়ক শফিউল আজম খান বারকু, আলতাফ হোসেন বিপ্লব, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদপ্তর বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কালিন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী ফজলুল হক, আ’লীগ নেতা হাজী আবু সিদ্দিক, যুবলীগ নেতা মোঃ সুজন, নাছির, আব্দুস সালাম প্রমুখ। এই অনুষ্ঠানে তিন শতাধিক দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়।