মো.ইউসুফ আলী, নিজস্ব প্রতিবেদক, কেরাণীগঞ্জ- করোনা মহামারীর সময় সমাজের বিভিন্ন শ্রেণী পেশার খেটে খাওয়া সাধারণ মানুষেদের পাশে দাড়িয়ে দুইদিন ব্যাপী বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করেছেন কেরাণীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি(কে.এইচ.আর.ডিএস)নামক একটি সেবাসংস্থা।

আড়ং ঢাকা রোটারী ক্লাব এর সৌজন্যে কেরানীগঞ্জ রোটারী ফুড ব্যাংক এর ব্যানারে গতকাল ৮ আগষ্ট রবিবার ও আজ ৯ আগষ্ট সোমবার আগানগর নিউগুলশান সিনেমা হলের সামনে অন্তত ৫শতাধিক লোকের মাঝে দুপুরের খাবার বিতরন করেন এ সেবা সংস্থাটি।

কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি ও কেরানীগঞ্জ মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর নিবার্হী কর্মকর্তা সৈয়দা শামীমা সুলতানার নেতৃত্বে এ আয়োজনের শুভ উদ্বোধন করেন আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,খন্দকার ফজিলাতুন্নেছা,চঞ্চলা বর্মন, বিনা রাজবংশী, আফরোজা ইকবাল প্রমুখ।

You might also like

Comments are closed.