৯ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে

ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন‘ইতিহাসের এই দিনে’। আজ সোমবার (৯ ডিসেম্বর)। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ইতিহাস :
১৭৫৮ – ভারতের মাদ্রাজকে নিয়ে উপনিবেশবাদী বৃটেন-ফ্রান্সের যুদ্ধ শুরু।

১৭৯৩ – নিউইয়র্কের প্রথম সংবাদপত্র ‘আমেরিকান মিনার্ভা’ প্রতিষ্ঠা।

১৮৮৩ – ভবতারিণী (মৃণালিনী) দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে।

১৯০৫ – ফ্রান্সে রাষ্ট্র থেকে গীর্জা পৃথকীকরণ আইন পাশ।

১৯১৭ – ফিনল্যান্ড স্বাধীনতা লাভ করে।

১৯১৭ – প্রথম মহাযুদ্ধে তুরস্ক ফিলিস্তিনে ইংরেজ সেনাদের কাছে পরাজিত হয়।

১৯১৭ – ফিল্ড মার্শাল এডমুন্ড অ্যালেনবি জেরুজালেম দখল করেন।

১৯২৪ – কলকাতা ইসলামিয়া কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীন প্রজাতন্ত্র, ফিলিপাইন কমনওয়েলথ, কিউবা, গুয়াতেমালা, ও কোরিয়া প্রজাতন্ত্র জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ষোষণা করে।

১৯৬১ – ট্যাঙ্গানিকা বৃটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৬৪ সালে ট্যাঙ্গানিকার সঙ্গে যোগ দেয় জান্জিবার দ্বীপ, তখন এটি নাম নেয় ইউনাইটেড রিপাবলিক অব ট্যাঙ্গানিকা ও জান্জিবার। একই বছর নাম পাল্টে রাখে ইউনাইটেড রিপাবলিক অব তান্জানিয়া।

১৯৭১ – সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘে যোগ দেয়।

১৯৮৭ – অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনি জনগণের ইন্তিফাদা গণজাগরণ শুরু।

১৯৯১ – ইউরোপীয় কমিউনিটি ১৯৯৯ সালের মধ্যে অভিন্ন কেন্দ্রীয় ব্যাংক ও অভিন্ন মুদ্রা চালুর সিদ্ধান্ত নেয়।

১৯৯৬ -বিশ্ব সংস্থার প্রথম মন্ত্রী সম্মেলন সিঙ্গাপুরে হয়।

১৯৯৭ -ইসলামী সম্মেলন সংস্থার অষ্টম শীর্ষ সম্মেলন ইরানের হেহরানে হয়।

১৯৯৭ – চীনের গণ মুক্তি ফৌজের উপ-প্রধান (ডেপুটি চিফ অব দি জেনারেল স্টাফ) লেফ্টেন্যান্ট জেনারেল সিয়োং কুয়াং খাই মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে চীন-মার্কিন দুদেশের প্রতিরক্ষা দপ্তরে পরামর্শ করেন।

জন্ম:

১৪৮৪ – দৃষ্টিহীন হিন্দি কবি সরুদাস।

১৬০৮ – বিশ্বখ্যাত ইংরেজ কবি জন মিল্টন।

১৭৪২ – সুইডেনের বিখ্যাত রসায়নবিদ কার্ল উইলহেম শিল।

১৮৬৫ – ফরাসি গণিতবিদ জাক হাদামার্দ।

১৮৮০ – উনবিংশ শতাব্দীর খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

১৯২০ – ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী কার্লো আজেলিও চিয়াম্পি।

১৯৩৮ – বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার মীর শওকত আলী।

১৯৪১ – খ্যাতনামা ইংরেজ ফুটবলার জিওফ্রে চার্লস হার্স্ট।

১৭৪৮ – ফরাসি রসায়নবিদ ক্লাউড লুই বার্থোলে।

১৯৭৮ – আর্জেন্টিনার পেশাদার টেনিস খেলোয়াড় গাস্তন গাউদিও।

১৯৮১ – ভারতীয় মডেল এবং অভিনেত্রী দিয়া মির্জা।

মৃত্যু:

১৯১৬ – জাপানি ঔপন্যাসিক সোসেকি নাৎসুম।

১৯৩২ – উনবিংশ শতাব্দীর খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

১৯৪১ – রাশিয়ান লেখক ও দার্শনিক দিমিত্রি মেরজোকোভস্কি।

১৯৪২ – উত্তর চীনের জাপানী আক্রমন বিরোধী ঘাঁটিতে আন্তর্জাতিক যোদ্ধা কোটনিস।

১৯৫৫ – জার্মান গণিতবিদ হেরমান ভাইল।

দিবস:
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস
আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস
জাতীয় রোকেয়া দিবস

You might also like

Leave A Reply

Your email address will not be published.