৯৭% টিকাগ্রহীতার শরীরে এন্টিবডি : আইইডিসিআর
করোনাভাইরাসের সংক্রমণ রোধে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণের এক মাস পর টিকাগ্রহীতার শরীরে ৯২ শতাংশ ও দুই মাস পর ৯৭ শতাংশ এন্টিবডি তৈরি হয়েছে।
আইইডিসিআর ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর, বি) যৌথ গবেষণার ফলাফলে এই তথ্য জানা গেছে। বুধবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গবেষণায় সব বয়সী টিকাগ্রহীতার মধ্যে এন্টিবডির উপস্থিতি পাওয়া যায়। অন্যান্য রোগে আক্রান্ত থাকা কিংবা না থাকার সঙ্গে এন্টিবডির উপস্থিতির তেমন পার্থক্য দেখা যায়নি। যারা আগে কভিড আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে টিকাগ্রহণের পর ৪ গুণ বেশি এন্টিবডি তৈরির প্রমাণ মেলে গবেষণায়।
প্রাথমিকভাবে ১২০ জনের শরীরে টিকার কার্যকারিতা পর্যালোচনা করে এ তথ্য প্রকাশ করা হয়েছে।