৯৩৫ কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে ২টি জাহাজ

যুক্তরাষ্ট্র থেকে দুইটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৯৩৫ কোটি টাকা।

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে জাহাজ দুইটি কেনার অনুমোদন দেয়া হয়েছে।

জাহাজ দুইটি রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে।

এদিকে, দেশের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিঙ্গাপুর থেকে এই দুই কার্গো এলএনজি আনতে খরচ হবে ৯৮৭ কোটি টাকা।

You might also like

Comments are closed.