৬৪ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার এক পাঙ্গাশ
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ২৫ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৬৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলে রতন হালদারের জালে বিশাল আকৃতির এই মাছটি ধরা পড়ে।
আরও পড়ুন
জানা গেছে, সকালে জেলে রতন হালদার তার সঙ্গীদের নিয়ে পদ্মা নদীতে জাল ফেলেন। জাল তোলার পর তারা দেখতে পান, তাদের জালে বিশাল আকারের মাছটি আটকা পড়েছে। পরে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়ার মোহন মণ্ডলের আড়তে আনা হলে উন্মুক্ত নিলামে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৬২ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
এ বিষয়ে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, জেলে রতন হালদারের জালে মাছটি ধরা পড়লে তিনি দৌলতদিয়া মাছ বাজারের মোহন মন্ডলের আড়তে মাছটি নিয়ে আসেন। সেখানে উম্মুক্ত নিলামের মাধ্যমে আমি ২ হাজার ৫০০ টাকা কেজি দরে মাছটি কিনে নিয়েছি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৫৫০ টাকা কেজি দরে ৬৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি করা হয়েছে।

Comments are closed.