৬০০ গোলের মাইলফলক ছুঁলেন সুয়ারেজ

পেশাদার ফুটবলে ৬০০ গোলের মাইলফলক ছুঁলেন উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ। ইতিহাসের ১২তম ফুটবলার হিসেবে এই রেকর্ডের মালিক হলেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড।

সবশেষ মেজর লিগ সকারে (এমএলএস) আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে গোল করার মাধ্যমে রেকর্ডের মালিক হলেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড। সুয়ারেজই উরুগুয়ের প্রথম খেলোয়াড় যিনি পেশাদার ফুটবলে ৬০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন।

নিজের ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ ১৯৮টি গোল করেন তিনি। অপরদিকে, জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৬৯টি গোল করেছেন সুয়ারেজ। এছাড়াও, নিজের ক্যারিয়ারে ২২টি হ্যাটট্রিক করেছেন তিনি।

You might also like

Comments are closed.