`৫৪ বছরের খুন-ধর্ষণ-লুটপাটের তালিকা প্রকাশ করুন’

অন্তর্বর্তী সরকারকে জামায়াত আমির

৫৪ বছরে বাংলাদেশের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে; যারা খুন–ধর্ষণ–লুটপাট, দখল–চাঁদাবাজি করে জুলুম করেছে, তাদের নামের কালো তালিকা প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জনিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, আপনারা অনেকগুলো সংস্কারের বিষয়ে হাত দিয়েছেন। যতটা সম্ভব করুন। কারণ, নিরপেক্ষ সরকার এটা করতে পারবে, দলীয় সরকার হয়তো করবে না।

শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন শফিকুর রহমান। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান।

কর্মী সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুমনের বাবা ফারুক হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মমতাজ উদ্দিন, মাহবুবুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য দেলোয়ার হোসেন, আনোয়ারুল ইসলাম, আফতাবউদ্দিন মোল্লা প্রমুখ।

বিগত আওয়ামী লীগ সরকার ২৬ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘তারা গণতন্ত্র চায়নি, উন্নয়ন চেয়েছে। আর উন্নয়ন করতে গিয়ে রডের বদলে বাঁশ দিয়েছে, সিমেন্টের সঙ্গে ছাই মিশিয়েছে। বাংলাদেশ থেকে ২৬ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। যখনই তাদের এসব অন্যায় দেখেছি, আমরা তার প্রতিবাদ করেছি। আমরা বুঝতাম প্রতিবাদ করতে গিয়ে আমাদের কেউ গ্রেপ্তার হবেন, মারা যাবেন, গুম হতে পারেন। গুলি করে পঙ্গু বানিয়ে ফেলতে পারে। মামলা দিয়ে জেলে দিতে পারে। এরপরও শুধু আল্লাহকে পরোয়া করেছি, এসবকে আমরা পরোয়া করি নাই।’

দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানের কর্মী সম্মেলনে হাজার হাজার মানুষের সমাগম হয়। ছবি: সংগৃহীত

কর্মী সম্মেলনে সনাতন ধর্মাবলম্বী এক ব্যক্তির বক্তব্যের উদ্ধৃতি দিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘আপনারা বলেছেন এমন একটা বাংলাদেশে চান, যেখানে আর আতঙ্কে থাকতে হবে না। আমরা বলি, কারা আতঙ্কমুক্ত বাংলাদেশ দিতে পারবে, সেই দলটাকে খুঁজে বের করুন। যারা এই ৫৪ বছর আপনাদের জমিজমা অবৈধভাবে দখল করে নাই, সম্পদ লুণ্ঠন করে নাই, ইজ্জতের ওপরে হাত দেয় নাই; সেই দলটিকে আপনারা খুঁজে পাবেন। বিবেকের চক্ষু দিয়ে খুঁজলে পেয়ে যাবেন। আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে ছিলাম।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পুরোনো একটি বক্তব্যের সমালোচনা করেন জামায়াতের আমির। তিনি বলেন, ‘ওবায়দুল কাদের বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিলে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের হাতে দুই দিনের ভেতরে তাদের পাঁচ লাখ নেতা-কর্মী খুন হবে। পাঁচজন নেতা-কর্মীও খুন হয় নাই। তাদের হাতে মানুষের রক্তের লাল দাগ থাকতে পারে, চোখ খুনের নেশায় সব সময় মাতাল হতে পারে; কিন্তু বাংলাদেশের জনগণ তাদের মতো নয়। এ দেশের জনগণ দেশকে ভালোবাসে, মাটিকে ভালোবাসে। এ জন্য দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। দু-একটি খুনের ঘটনা ঘটেছে। আমরা সেগুলোর বিচার দাবি করেছি।’

আওয়ামী লীগ জাগরণেও জামায়াতকে ভয় পায়, ঘুমের মধ্যেও ভয় পায় বলে মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘তারা দফায় দফায় আমাদের বিনা টিকিটে বাইরের দেশে যাবার জন্য বলত। এখন তাঁরা কোন দেশে কোন টিকিট নিয়ে দেশ থেকে চলে গেলেন? আমরা তো দেশ থেকে চলে যেতে বলি নাই। আমরা বলি, সকল নাগরিকের এ দেশে বসবাস করার বৈধ অধিকার রয়েছে।’

এর আগে সকাল সাড়ে আটটা থেকে দিনাজপুরের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা শহর থেকে বাস-মাইক্রোবাসে করে সম্মেলনস্থলে আসেন দলের নেতা-কর্মী ও সমর্থকেরা। বেলা বাড়ার সঙ্গে মাঠে হাজারো মানুষের সমাগম হয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.