৫ই মে পর্যন্ত ছুটির প্রজ্ঞাপন জারি
করোনা প্রাদুর্ভাবের কারণে সরকারের সাধারণ ছুটির মেয়াদ ৫ই মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার দুপুরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনের সঙ্গে বেশ কয়েকটি নির্দেশনাও দেয়া হয়েছে।
এ ব্যাপারে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন জানান, অফিস খুলে দেয়ার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি। ছুটির সময় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না।
তবে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিল্প-কারখানা, কৃষি এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো ও গণপরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে বলেও তিনি জানান।
এ নিয়ে পঞ্চমবারের মতো সাধারণ ছুটি বাড়ানো হল। এর আগে গত ২৬শে মার্চ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।