সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, চলতি বছরের হজ মৌসুমে ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি (ক্যাম্পেইন) বন্ধ করে দেয়া হয়েছে এবং ৪৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা হজ আইন লঙ্ঘনে সহায়তা করেছে।
মন্ত্রণালয়ের নিরাপত্তা মুখপাত্র কর্নেল তালাল আল শালহুব সংবাদ সম্মেলনে জানান, এই অভিযান হজযাত্রীদের নিরাপত্তা ও হজ ব্যবস্থার শৃঙ্খলা রক্ষায় একটি চলমান উদ্যোগের অংশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন অননুমোদিত হজ ক্যাম্পেইনের প্রচারকারী এবং অনুমতি ছাড়াই পবিত্র স্থানে প্রবেশে সহায়তাকারীরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ৪৯টি আলাদা আইন লঙ্ঘনের ঘটনায় ১৮ জন প্রবাসী ও ৩১ জন সৌদি নাগরিককে আটক করা হয়েছে, যারা হজের অনুমতি না থাকা মোট ১৯৭ জনকে মক্কায় প্রবেশ করিয়ে দিয়েছিল।
এদের বিরুদ্ধে যেসব শাস্তি নির্ধারণ করা হয়েছে, তা হলো এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানাসহ কারাদণ্ড, অ-সৌদি নাগরিকদের বহিষ্কার ও ১০ বছরের নিষেধাজ্ঞা, ব্যবহৃত যানবাহন জব্দ। এছাড়া, যারা অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করেছে, তাদেরও ২০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। খবর গালফ নিউজের।
আরও গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলছে। একটি আলাদা ঘটনায় ৫৮ জন ব্যক্তি মক্কায় অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা করায় গ্রেপ্তার হন। তাদের সবাইকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে হজের নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, এটি সকলের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল হজ নিশ্চিত করতে অত্যন্ত জরুরি।
কর্নেল শালহুব বিশেষভাবে মিনা ত্যাগের আগ পর্যন্ত নির্ধারিত তাঁবুতে অবস্থান করতে হাজিদের প্রতি অনুরোধ জানান, বিশেষ করে যারা তাশরীক-এর দ্বিতীয় দিনে চলে যাওয়ার পরিকল্পনা করছেন।

Comments are closed.