৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা নেওয়া হবে। শুধুমাত্র ঢাকাতেই এ পরীক্ষার কেন্দ্র থাকবে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষার নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৮ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd এ প্রকাশ করা হবে।

You might also like

Comments are closed.