৪০ দেশের প্রতিনিধি ঘুরলেন চট্টগ্রামের ইপিজেডে

দক্ষিণ কোরিয়া-চীনসহ ৪০ দেশের ৬০ জন বিনিয়োগকারী ঘুরে দেখেছেন চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল। বিনিয়োগ সম্মেলনে এসে মাঠ পর্যায়ে কারখানা পরিদর্শন ও বিনিয়োগের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন তারা।

আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে দক্ষিণ কোরিয়া-চীনসহ ৪০ দেশের ৬০ জন প্রতিনিধি ঘুরে দেখেন চট্টগ্রামের আনোয়ারার কোরিয়ান ইপিজেড। তাদের সামনে তুলে ধরা হয় কারখানাগুলোর কর্মপরিবেশ, কর্মপদ্ধতিসহ বিনিয়োগের চিত্র।

ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং বলেন, ‘চট্টগ্রামে বিনিয়োগের যে সুযোগ-সুবিধা তা বিনিযোগকারীদের জন্য অত্যন্ত উপযোগী। এবং বিদ্যমান পরিবেশে বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানাচ্ছি।’

কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন, ‘আমরা কোরিয়ান ইপিজেড বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছে, তারা আসুক, দেখুক, পরিদর্শন করুক বাংলাদেশের ইপিজেডগুলো কী রকম।’

মাঠ পর্যায়ের সার্বিক চিত্র দেখে আশার কথা জানিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। নানা সীমাবদ্ধতা নিরসনে সরকারের সদিচ্ছাকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা।

পরিদর্শনে আসা এক বিনিয়োগকারী বলেন, ‘আমি মনে করি বাংলাদেশে এখনই বিনিয়োগের উপযুক্ত সময়। এখানে বিনিয়োগের সুবিধা অনেক বেশি।’

সম্মেলনের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে বিনিয়োগের একটি ভালো গন্তব্য হিসেবে তুলে ধরাই লক্ষ্য বলে জানিয়েছে আয়োজক সংস্থা।

বেজার পরামর্শক মো. আবদুল কাদের খান বলেন, ‘এখানে গ্যাস, বিদ্যুৎ ও পানির কী ধরনের সহজলভ্যতা আছে তা বিনিয়োগকারীরা পরিদর্শন করতে আসছে। আমাদের বিশ্বাস কোরিয়ান ইপিজেডের যে বর্তমান অবস্থা তা দেখে বিনিয়োগকারীরা আগামীতে বিনিয়োগে উৎসাহিত হবে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে।’

কোরিয়ান ইপিজেড ছাড়াও মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন প্রতিনিধিদলের সদস্যরা।

You might also like

Leave A Reply

Your email address will not be published.