৪০ এতিম মেয়ের একসঙ্গে বিয়ে
দিনাজপুরে একসঙ্গে ৪০ জন এতিম মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ মে) শহরের গ্রিনভিউ কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়।
দিনাজপুর শিশু নিকেতনের সভাপতি মোজাফ্ফর আলী মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
মোজাফ্ফর আলী জানান, ১৯৭৯ সালে শিশু নিকেতনটি প্রতিষ্ঠিত। শিশু নিকেতন হোমটি পরিচালনা করে লায়ন্স ক্লাব। এখানে মেয়েদের এইচএসসি পর্যন্ত লেখাপড়া করানো হয়। পাশাপাশি হাতের কাজ ও কম্পিউটার শেখানো হয়ে থাকে। পরে ১৮ বছর পূর্ণ হলে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে দেওয়া হয়। এ যাবৎ শিশু নিকেতনের ১৭৪ জন এতিম মেয়ের বিয়ে দেওয়া হয়েছে।
করোনার কারণে দীর্ঘদিন বিয়ে বন্ধ ছিলো, ২০১৯ সালে সর্বশেষ ২০ জন এতিম মেয়ের বিয়ে সম্পূর্ণ হয়েছিলো।
বিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদিন, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, শিশু নিকেতন পরিচালনা কমিটির সভাপতি মোজাফ্ফর আলী মিলন প্রমুখ।
বিয়ের অনুষ্ঠান শেষে বরদের একটি করে বাইসাইকেল এবং কনেদের একটি করে সেলাই মেশিন ও সংসারের আনুষঙ্গিক জিনিসপত্র দেওয়া হয়।