৩৫০ রানের লক্ষ্য ছুঁয়ে ইতিহাসে পাকিস্তান
৫৪ বছরের ওয়ানডে ইতিহাসে ৩৫০ রানের লক্ষ্য ছুঁয়ে জিতল পাকিস্তান। করাচিতে দক্ষিণ আফ্রিকার করা ৩৫২ রান ৬ উইকেট ও ৬ বল হাতে রেখে পেরিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।
৫০ ওভারের ক্রিকেটে ১৬তম চেষ্টায় এই প্রথম রান তাড়ায় ৩৫০ বা এর বেশি রানের লক্ষ্য ছুঁয়ে জিতল পাকিস্তান। অন্যদিকে এই প্রথম ৩৫০ রানের বেশি করেও হারল দক্ষিণ আফ্রিকা।
এর আগে অস্ট্রেলিয়া ৩৫০ পেরিয়ে জিতেছে একবার। ২০১৯ সালে মোহালিতে ভারতের বিপক্ষে ৩৫৯ রানের লক্ষ্য পেয়েছিল দলটি। এ ছাড়া ৩৫০ রান আছে নিউজিল্যান্ডের। তবে কিউইদের লক্ষ্য ৩৫০ রানের ছিল না। ২০০৭ সালে হ্যামিল্টনে অস্ট্রেলিয়া ৩৪৭ রানের লক্ষ্য দিয়েছিল স্বাগতিকদের। স্কোরে যখন সমতা, ব্রেন্ডন ম্যাককালাম চার মেরে রানটাকে ৩৫০-এ নিয়ে যান।
প্রতিপক্ষকে ৩৫০ বার এর বেশি রানের লক্ষ্য দিয়ে সবচেয়ে বেশিবার হেরেছে অস্ট্রেলিয়া। চারবার হেরেছে দলটি। এ ছাড়া একাধিকবার এমন যন্ত্রণা সয়েছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ৩৫০ রানের লক্ষ্য দিয়েও একবার করে হেরেছে ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
ওয়ানডে ক্রিকেট ৩৫০ পেরিয়ে কোনো দলকে প্রথম জিততে দেখে ২০০৬ সালের ১২ মার্চ। জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার করা ৪৩৪ রান ১ বল ও ১ উইকেট হাতে রেখে পেরিয়ে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে রান তাড়ার বিশ্ব রেকর্ড এটিই। ওই ম্যাচের পর আর কোনো দল ৪০০ পেরিয়ে জিততে পারেনি।
প্রোটিয়ারা ভেঙেছিল তিন মাস আগে গড়া নিউজিল্যান্ডের রেকর্ড। ২০০৫ সালে ডিসেম্বরে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৩২ রানের লক্ষ্য এক ওভার ও ২ উইকেট হারে রেখে পেরিয়েই যে রেকর্ড গড়েছিল নিউজিল্যান্ড।
ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও দক্ষিণ আফ্রিকার। ২০১৬ সালে ডারবানে অস্ট্রেলিয়ার বিপক্ষেই ৩৭২ রানের লক্ষ্য ছুঁয়ে জিতে যায় প্রোটিয়ারা।
সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের প্রথম দুটি নাম দক্ষিণ আফ্রিকা হলেও ৩৫০ পেরিয়ে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডটা তাদের নয়। দক্ষিণ আফ্রিকা ৩৫০ পেরিয়ে জিতেছে ওই দুবারই। তিনবার করে ৩৫০ পেরিয়ে জিতে রেকর্ডটা ভাগাভাগি করছে ইংল্যান্ড ও ভারত।
ভারত ২০১৩ সালের অক্টোবরে জয়পুর ও নাগপুরে ১৪ দিনের ব্যবধানে দুবার ৩৫০ পেরিয়ে হারায় অস্ট্রেলিয়াকে। জয়পুরে লক্ষ্য ছিল ৩৬০, নাগপুরে ৩৫১। এরপর ২০১৭ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের দেওয়া ৩৫১ রানের লক্ষ্য ছুঁয়ে ভারত।
২০১৬ সালে জয়পুরে ৩৬০ রানের লক্ষ্য ছুঁয়ে অস্ট্রেলিয়াকে হারানোর পর কোহলি ও শর্মার উল্লাস। ছবি: সংগৃহীত
ইংলিশরা প্রথমবার ৩৫০ রান পেরিয়ে জেতে ২০১৫ সালে। ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ঠিক ৩৫০ রানের লক্ষ্যই পায় ইংল্যান্ড। এরপর ২০১৯ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬১ ও ব্রিস্টলে পাকিস্তানের বিপক্ষে ৩৫৯ রানের লক্ষ্য ছুঁয়ে জিতে যায় দলটি।