৩১ বছর পর দুই বন্ধুর দেখা!
গতকাল সোমবার ব্র্যাডের ‘এফ-১’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন টম। এ যেন প্রায় ৩১ বছর পর দুই বন্ধুর দেখা! তাদের শেষ দেখা হয়েছিল ১৯৯৪ সালে হরর ক্লাসিক ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’-এ একসাথে অভিনয়ের সময়।

টম এবং ব্র্যাড পিটের একসঙ্গে তোলা ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল, সেই সঙ্গে দুজনেই এখন খবরের শিরোনামে। সেই পোস্টে দুজনের অগণিত ভক্তরা তাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন।
গেল মে মাসে মুক্তিপ্রাপ্ত ‘মিশন: ইম্পসিবল-দ্য ফাইনাল রেকনিং’-এ ইথান হান্টের ভূমিকায় অভিনয় করেছেন টম ক্রুজ, যা বিশ্বব্যাপী ২০০ মিলিয়ন ডলার আয় করে ফ্র্যাঞ্চাইজি ওপেনিং উইকএন্ডে রেকর্ড গড়েছে। প্যারামাউন্ট-সমর্থিত এই অ্যাকশন সিনেমাটি এখন পর্যন্ত ৫৪০ মিলিয়ন ডলার আয় করেছে এবং আয় বেড়েই চলেছে।

Comments are closed.