২ বাংলা আবার এক হবে— বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যে তোলপাড়

বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য জগন্নাথ সরকারের মন্তব্য তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। শনিবার ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ ব্লকের মাটিয়ারী বানপুরে একটি কর্মসূচিতে রানাঘাটের এ এমপি বলেন, ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া খুলে দেয়া হবে। আগেও এক ছিল বাংলা, ফের এক হয়ে যাবে।

কর্মীদের উজ্জীবিত করতে তিনি বলেন, কথা দিচ্ছি, এ বারের ভোটে (বিধানসভা) আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।

বিজেপির এমপির এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোড়ন। তৃণমূল কংগ্রেস এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে।

তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ জগন্নাথের মন্তব্যের নিন্দা করেছেন। তিনি বলেন, জগন্নাথ সরকারের মন্তব্যে বিজেপির দ্বিচারিতা প্রকাশ্যে এল। এক দিকে তারা বলছে অনুপ্রবেশ বন্ধ করতে হবে। অন্য দিকে তারাই বলছে, ‘কাঁটাতার তুলে দেব।’ তাদের এই দ্বিচারিতা বাংলার মানুষ বুঝে নেবেন।

You might also like

Comments are closed.