২৭-২৮ সেপ্টেম্বর পণ্য পরিবহনে কর্মবিরতির ঘোষণা

১০ দাবি

১০ দাবিতে আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর পণ্য পরিবহনে  ৪৮ ঘণ্টার কর্মবিরতির আহ্বান করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ট্যাঙ্কলরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।

আজ বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ট্যাঙ্কলরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. রুস্তম আলী খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুল মান্নান ও সদস্য সচিব মো. তাজুল ইসলাম। বক্তারা ২৬ সেপ্টেম্বরের মধ্যে ১০ দফা দাবি আলোচনার মাধ্যমে সমাধান করা না হলে ২৭ এবং ২৮ সেপ্টেম্বর ৪৮ ঘণ্টার জন্য কর্মবিরতি পালনের আহ্বান জানান।

সমাবেশ থেকে ট্রাক চালক লিটন ও আবু তালেব প্রামানিক সহ সকল হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় হওয়া সকল হত্যা মামলা প্রত্যাহার, ড্রাইভিং লাইসেন্সের জটিলতা নিরসন করে লাইসেন্স প্রদান, সড়ক-মহাসড়কে কাগজপত্র চেকিংয়ের নামে পুলিশি হয়রানি চাঁদাবাজি ও মাসিক মাসোহারা বন্ধসহ ১০ দাবি ঘোষণা করা হয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.