করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় দেশে ২৬৯৫ জন শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৬৯৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া দেশে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৭৪৬ জনের মৃত্যু হলো এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫,১৪০ জনে।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

You might also like

Comments are closed.