২২ ফেব্রুয়ারি আরও ২৫ লাখ টিকা আসছে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, শুরুতেই দেশে ৭০ লাখ টিকা আনা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি দেশে আরও ২৫ লাখ টিকা আনা হচ্ছে। এভাবে প্রতি মাসেই নিয়মিতভাবে টিকা আনা হবে। ফলে টিকার অভাব হবে না।

মন্ত্রী বলেন, দেশের সবাই টিকা পাবেন। পৃথিবীর অনেক দেশ এখনো জাতীয় পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরুই করতে পারেনি। অথচ আমরা ইতোমধ্যেই ১৩ লাখ মানুষ টিকা নিয়েছেন। আরও প্রায় ২৫ লাখ মানুষ নিবন্ধন করেছেন।

তিনি বলেন, প্রতিটি টিকা কেন্দ্রের স্থানীয় লোকের হার ও চাহিদা অনুযায়ী প্রথম ডোজ সরবরাহ করা হয়েছে। কিছু কেন্দ্রে এই চাহিদা ও নিবন্ধনের হার তুলনামূলক বেশি হয়েছে। তাই সেখানে টিকার স্বল্পতা দেখা দিলেও সময় মতো চাহিদা অনুযায়ী পাঠিয়ে দেওয়া হবে। সবাই নিশ্চিন্তে টিকা নিন। দেশে টিকার কোনো অভাব নেই, ভবিষ্যতেও হবে না।

বুধবার দুপুরে ঢাকা ডেন্টাল কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মুজিব কর্নার উদ্বোধন এবং মিলনায়তনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিতে ইচ্ছুক যে কোনো ব্যক্তি সুরক্ষা অ্যাপে নিবন্ধন করলে দু’দিন আগে বা পরে টিকা অবশ্যই পাবেন। কোনো কেন্দ্রে নিবন্ধিত ব্যক্তির সংখ্যা বেশি হলে সেক্ষেত্রে টিকা নেওয়ার তারিখ কিছুটা পেছাতে পারে। তবে টিকা পেতে কোনো সমস্যা হবে না।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচনসহ মিলনায়তনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মুজিব কর্নার উদ্বোধন করেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ প্রমুখ।

You might also like

Leave A Reply

Your email address will not be published.