২০ অক্টোবর থেকে বুয়েটের ভর্তি পরীক্ষা, ক্লাস শুরু ১৩ নভেম্বর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২০ অক্টোবর। আর ক্লাস শুরু হবে ১৩ নভেম্বর।

এ বছর বুয়েটে ভর্তি পরীক্ষার আগে অনুষ্ঠিত হচ্ছে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা। এরপর আয়োজন করা হবে চূড়ান্ত পরীক্ষার।

বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান আজ বুধবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. মিজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ ও ২১ অক্টোবর প্রাক-নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। আর চূড়ান্ত পরীক্ষা হবে ৬ নভেম্বর। তিনি বলেন, আগামী ১৩ নভেম্বর ক্লাস শুরু হবে। প্রথম এক সপ্তাহ অনলাইনে ক্লাস হবে। এরপর সবার দুই ডোজ টিকার বিষয়টি নিশ্চিত হওয়ার শর্তে সশরীরে ক্লাস শুরু হবে।

গত ২ সেপ্টেম্বর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে ২০ ও ২১ অক্টোবর বুয়েটের প্রাথমিক বাছাই ও ৬ নভেম্বর চূড়ান্ত পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে তা  একাডেমিক কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত হয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.