১৮ বছর পর সাকিব-তামিম ছাড়া আইসিসি ইভেন্টে টাইগাররা

চ্যাম্পিয়ন্স ট্রফি : অধিনায়ক শান্ত, দলে নেই লিটন

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের বাংলাদেশ দলে অভিজ্ঞ ওপেনার লিটন দাসকে রাখা হয়নি। বোলিং অ্যাকশন বৈধ না হওয়ায় অনুমিতভাবেই দলে নেই সাকিব আল হাসান। এ দুজন ছাড়া নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ স্কোয়াডে রাখা হয়েছে চার বিশেষজ্ঞ পেসার। তবে তাতে রাখা হয়নি সাম্প্রতিক বছরগুলোতে ভালো পারফরমেন্স করা হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন, লিটনকে বাদ দেয়ার কারণ তার ছন্দহীনতা। কারণ সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ২, ৪ ও ০ রান করেন ডানহাতি ব্যাটার। ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ফিফটির পর লিটন এই সংস্করণে আর ফিফটি পাননি।

মাত্রই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। ফলে তার না থাকাও আগে থেকেই নিশ্চিত ছিলো। সাকিব-তামিমকে ছাড়া ১৮ বছর পর কোন আইসিসি ইভেন্টে খেলতে যাবে বাংলাদেশ। এই দুজন না থাকলেও আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

দলে পেস আক্রমণে থাকছেন সময়ের সেনসেশন তরুণ বোলার নাহিদ রানা, অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও আরেক সেনসেশন তানজিম হাসান সাকিব। এছাড়া সৌম্য সরকার করতে পারেন মিডিয়াম পেস বোলিং। মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন মিলিয়ে স্পিন বিভাগ বাংলাদেশের। মিরাজ ও রিশাদ ব্যাট হাতেও অবদান রাখতে পারেন।

আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে বেঙ্গল টাইগাররা। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২৭ ফেব্রুয়ারি একই ভেন্যুতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে টাইগাররা।

সেমিফাইনালে যেতে সেরা দুই দলে থাকতে হবে বাংলাদেশকে। এর আগে ২০১৭ সালের সর্বশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল তখনকার মাশরাফি মর্তুজার নেতৃত্বাধীন দল।

চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।

You might also like

Leave A Reply

Your email address will not be published.