১৭ বছরের সাজা থেকে খালাস বাবর
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ১৭ বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। ২০০৭ সালের ৩০ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন স্পেশাল ট্রাইব্যুনাল নং-৯ তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল, তিনি নিজ বাড়িতে লাইসেন্স বিহীন রিভলভার রেখেছিলেন। ওই অভিযোগের ভিত্তিতে তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
বুধবার (১৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় দেন।
বাবরের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ২০০৭ সালের ২৭ মে যৌথবাহিনী লুৎফুজ্জামান বাবরকে তার বাসা থেকে আটক করে এবং পরের দিন ২৮ মে তাকে গ্রেফতার দেখানো হয়। ৩ জুন গুলশান থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। এরপর ৩০ অক্টোবর মেট্রোপলিটন স্পেশাল ট্রাইব্যুনাল তাকে লাইসেন্স বিহীন রিভলভার রাখার অভিযোগে ১৭ বছরের সাজা দেন।