১৬ বছরের গৌরবময় যাত্রায় মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ

শুরুটা হয়েছিল ছোট্র করে । এরপর দেখতে দেখতে পেরিয়ে গেছে ১৬ টি বছর।  মানুষের সেবা করার সেই ছোট্ট স্বপ্নটাই এখন বাস্তবতায়। ‘মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ’ এর ছোট্র পরিবারটি এখন বিস্তার লাভ করেছে ৫০০ জনের অধিক।

সততা,নিষ্ঠা,মেধা,পরিশ্রম,একাগ্রতা ,এই পাঁচটির মিশেলে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ এখন দেশের মানুষের কাছে ‘আস্থার’ প্রতীক। শুধু কি দেশেই। দেশের গন্ডি পেরিয়ে পুরো এশিয়ায় সেরা হাইব্রিড ও ইলেকিট্রক গাড়ির ওয়ার্কশপ এখন ‘মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ’।

মানুষের জীবনে মোবাইল যেমন অপরিহার্য বিষয়,ঠিক তেমনি যাতায়াতের মাধ্যম হিসেবে গাড়ির কোন বিকল্প নেই। চার সীট,ছয় সীট,নয় সীট,১২ সীটের ছোট্র গাড়িটি ঠিক থাকলে,ঠিকভাবে চললে দিনটি ভালভাবেই কেটে যায়। একটি পরিবারে বাচ্চাদের বিদ্যালয়ে আনা নেওয়া,পরিবারের সদস্যদের অফিসে যাতায়াত সহ সব ক্ষেত্রেই গাড়ির গুরুত্বটা অনেক বেশি। এর মধ্যে হঠাৎ করে যদি গাড়ির কোন সমস্যা হয় তাহলে গাড়ির মালিকের বিড়ম্বনার শেষ থাকেনা। মানুষ যেমন অসুস্থ হলে তাকে হাসপাতালে যেতে হয়। ঠিক তেমনি গাড়ির হাসপাতাল বলা চলে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপকে। মানুষ হাসপাতালে গেলে নিরাপদ বোধ করে। ঠিক তেমনি মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে গাড়ি একবার প্রবেশ করলে সে ঠিক হয়েই বের হবে। তখন গাড়ির মালিকের মুখেও হাসি দেখা যায়। গ্রাহকের সন্তুষ্টির উপর ভর করেই ১৬ বছর ধরে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ আজ সবার কাছে গর্বের বিষয়।

১৬ বছর গৌরবময় যাত্রা উপলক্ষে রোববার (০১ জুন) মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে ছিল দিনব্যাপী অনুষ্ঠানমালা। বিকেলে কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। কোরআন তেলওয়াত করেন মো: জাহিদুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মাছউদ করিম চৌধুরী।

বিশেষ বক্তব্য প্রদান করেন,মো:আশিকুর রহমান,মো: মাসুদুর রহমান,মো: জহিরুল ইসলাম,রাজিব পাল নয়ন,মো: হাসানুর রাসেল,শওকত হোসেন রাশেদ। হেপাটাইটিস বি এবং কিডনি সংক্রমন সংক্রান্ত অলোচনা করেন পপুলার মেডি: এর মো:আরিফুর রহমান,মো:রেজাউল করিম।

ওমরাহ সংক্রান্ত ঘোষণা ও সমাপনী বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাহিদ করিম চৌধুরী। তিনি বলেন, ১৬ বছর আগের সেই ছোট্ট স্বপ্নটা আজ ছুঁয়েছে হাজারো মানুষের আস্থা।  প্রতিটি গাড়ির যত্নের গল্পে আমরা লিখেছি ভালোবাসা, মেধা আর নির্ভরতার অধ্যায়। মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ আজ আর কেবল একটি ওয়ার্কশপ নয় — এ এক পরিবারের নাম। যেখানে গাড়ির যত্ন মানে শুধু সার্ভিস নয়, বরং গ্রাহকের সন্তুষ্টি আর নিরাপত্তার অঙ্গীকার। আমাদের এই যাত্রার নেপথ্যে আছে আপনাদের মতো অসংখ্য গ্রাহক। আপনাদের আস্থা আর ভালোবাসায় ভর করে আজ ১৬ বছরে পৌঁছেছি। আপনাদের নিরন্তর সমর্থনেই আমরা এগিয়ে যেতে চাই আরও বহু বছর।

এরপর লটারী অনুষ্ঠিত হয়। এবারের লটারীতে বিজয়ী হন প্রতিষ্ঠানের সিনিয়র টেকনিশিয়ান আলমগীর। তিনি ‘ওমরা করার টোটাল প্যাকেজ’ পুরস্কার হিসেবে পান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো:কামরুজ্জামান। পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করা হয়। দিনটি উপলক্ষ্যে প্রতিষ্ঠানে কর্মরত সবার জন্য বিশেষ খাবারের অয়োজন করা হয়।

You might also like

Comments are closed.