১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি শীত দিল্লিতে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে গেল পনেরো বছরের মধ্যে আজ সবচেয়ে বেশি শীত পড়ছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, বছরের প্রথম দিনেই কুয়াশা ও ঠাণ্ডায় স্থানীয় বাসিন্দাদের কাবু করে ফেলেছে।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার নয়াদিল্লির পারদের মাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।

আইএমডির আঞ্চলিক পূর্বাভাস কেন্দ্রের প্রধান কুলদ্বীপ শ্রীভাস্তভা বলেন, সফদরজং ও পালাম এলাকায় সকাল ৬টায় খুব ঘন কুয়াশা ছিল। খুব কাছের জিনিসও সহজে চোখে পড়ে না।

আগামীকাল থেকে তাপমাত্রা বেড়ে যাওয়া শুরু হবে বলে জানা গেছে। পশ্চিমা আবহাওয়ার প্রভাব ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে ২ থেকে ৬ জানুয়ারির মধ্যে পড়বে।

৪ থেকে ৫ জানুয়ারির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। শ্রীভাস্তভা আরও বলেন, ১৫ বছরের মধ্যে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস।

২০০৬ সালের ৮ জানুয়ারি দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) বলছে, গত বছরের জানুয়ারি মাসে দিল্লিতে সর্বনিম্ন ২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

You might also like

Comments are closed.