১৫ কোটি রূপির সরকারি বিএমডব্লিউ নিয়ে গেছেন ইমরান খান!
পাকিস্তানের নবনিযুক্ত তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেছেন, ইমরানই একমাত্র প্রধানমন্ত্রী যিনি বিদেশি দেশ থেকে পাওয়া উপহার নিজ দেশে বিক্রি করেছেন।
রবিবার প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টে (পিআইডি) এর এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় মরিয়ম আওরঙ্গজেব এমন মন্তব্য করেন বলে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন এর এক প্রতিবেদনে বলা হয়েছে।
আওরঙ্গজেব বলেন, “কোনো প্রধানমন্ত্রী শুধু আইন অনুযায়ী নিজের ব্যবহারের জন্য গাড়ি রাখতে পারেন। কিন্তু ইমরান খান চলে যাওয়ার সময় একটি বিএমডব্লিউ X5 মডেলের গাড়ি নিয়ে গেছেন, যা মূলত বিদেশি প্রতিনিধিদের ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে ছিল। ইমরান খান জোর দিয়ে বলেন যে তিনি এই গাড়িটি রাখতে চান, যদিও তিনি এর আগে প্রধানমন্ত্রীর ভবনে বিলাসবহুল গাড়ি নিয়ে পূর্ববর্তী সরকারগুলোর সমালোচনা করেছিলেন।”
পাক তথ্যমন্ত্রী জানান, ২০১৬ সালে ওই গাড়িটি কেনা হয়েছিল। তখন এর দাম ছিল ৩ কোটি রূপি। এখন এর দাম বেড়ে হয়েছে ৬ কোটি রূপি। যদি বোম্ব-প্রুফিং এবং বুলেট-প্রুফিং ফ্যাক্টর যোগ করা হয় তবে গাড়িটির দাম এখন প্রায় ১৫ কোটি রূপি।