১৪ শিক্ষক মিলে পাশ করাতে পারেননি ৯ শিক্ষার্থীর কাউকে

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসায় এইচএসসি (আলিম) পরীক্ষায় শতভাগ ফেল করেছে। ১৪ জন শিক্ষক থাকা সত্ত্বেও ৯ জন পরীক্ষার্থীর কেউই পাশ করতে পারেনি—এমন ফলাফল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১২ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। তাদের মধ্যে ৯ জন পরীক্ষায় অংশ নেয়; কিন্তু ফলাফলে দেখা যায়, সবাই অকৃতকার্য হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহজাহান বলেন, ২০২১ সাল থেকে আমাদের মাদ্রাসায় বাংলা শিক্ষক নেই, আর ২০২২ সাল থেকে ইংরেজি শিক্ষকও নাই। শিক্ষক সংকটের কারণেই ফলাফল খারাপ হয়েছে। বিষয়টি বারবার জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

অন্যদিকে নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস বলেন, ওই মাদ্রাসায় ১৪ জন শিক্ষক রয়েছেন, শিক্ষক সংকটের কথা সঠিক নয়। শিক্ষকদের অবহেলার কারণেই এমন ফলাফল হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর শিক্ষকরা নিয়মিত ক্লাশ না নেওয়া ও শিক্ষার্থীদের প্রতি উদাসীনতার কারণে মাদ্রাসার শিক্ষার মান তলানিতে নেমেছে।

You might also like

Comments are closed.