১৩ বছর পর দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির এই নেতা।

২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও এফবিসিসিআইয়ের সাবেক দু’বারের সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুনকে ১ লাখ ৭ হাজার ৫১১ ভোটে পরাজিত করেছিলেন তিনি।

২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির হয়ে একই আসনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে ১ লাখ ২৪ হাজার ৩৮৬ ভোটে পরাজিত করে এমপি নির্বাচিত হয়েছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে করা একাধিক মামলায় খালাস পেয়ে এক যুগ পর প্রবাস জীবনের ইতি টেনে স্বদেশে ফিরলেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

You might also like

Comments are closed.