১১২ দিন পর মেহজাবিন!

দেশে করোনাভাইরাস সনাক্ত হওয়ার পর থেকে ঘরবন্দি ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। টেলিভিশন নাটকের আন্তঃসংগঠন গত পয়লা জুন থেকে শুটিংয়ের অনুমতি দিলেও এতোদিন শুটিংয়ে ফেরেননি তিনি। অবশেষে ১১২ দিন পর মঙ্গলবার শুটিংয়ে ফিরেছেন মেহজাবিন।

শুটিংয়ে ফেরার বিষয়ে মেহজাবিন বলেন, ১১২ দিন পর শুটিংয়ে ফিরলাম। সব ধরণের স্বাস্থ্যবিধি মেনেই শুটিংয়ে অংশ নিচ্ছি। সকলের কাছে দোয়া চাই।

মেহজাবিন শুটিং করছেন মিজানুর রহমান আরিয়ানের ‘প্রাণপ্রিয়’ নামে একক নাটকের। আরিয়ান বলেন, পরম করুণাময় আল্লাহর নামে কাজ শুরু করেছি। স্বাস্থ্যবিধি মেনে সবাই সেটে প্রবেশ করেছেন। সকালে সেটে ঢোকার সময় শরীরের তাপমাত্রা, অক্সিজেন মেপে সবাই প্রবেশ করেছেন।

মিজানুর রহমান আরিয়ান রচিত ‘প্রাণপ্রিয়’ নাটকে মেহজাবিনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। নাটকটি ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে জানা গেছে।

You might also like

Comments are closed.