১০ মাসে ধর্ষণের শিকার ১৩৪৯ নারী

জাতীয় পর্যায়ের আইন সহায়তা এবং মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, এ বছর গত অক্টোবর পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে ১ হাজার ৩৪৯ জন নারী। এ সময় ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪৬ জনকে এবং ধর্ষণের চেষ্টা করা হয়েছে ২৭১ জনকে।

এটি অবশ্যই ধর্ষণের প্রকৃত সংখ্যা নয়, প্রকৃত সংখ্যা অবশ্যই অনেক বেশি—এমন মনে করে ‘প্রজন্মান্তরে নারীবাদী মৈত্রী’। মৈত্রী আরো জানায়, এই সংখ্যা কেবল ৯টি জাতীয় সংবাদপত্র থেকে নেওয়া হয়েছে।

You might also like

Comments are closed.