হোস্টেলে ফ্যানে ঝুলছিল ইডেন কলেজছাত্রীর লাশ

রাজধানীর হাজারীবাগ এলাকার একটি হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  লাশটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। ছাত্রীর নাম পুষ্পিতা বিশ্বাস (২১)। তার গ্রামের বাড়ি জামালপুরে বলে জানা গেছে।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর রাজধানীর রামপুরার একটি বাড়ি থেকে বর্ষা আক্তার বিথী (২৪) নামে এক একই কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বর্ষা আক্তার বিথী মাদারীপুরের কালকিনি থানার সিডিখান এলাকার মো. হাবিবুর রহমানের মেয়ে। তিনি রামপুরায় খালার বাসায় থাকতেন। বিথী ইডেন কলেজের অনার্সের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন।

বর্ষা আক্তার বিথী। ছবি : সংগৃহীত

শনিবার (১৮ জানুয়ারি) হাজারীবাগ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, শুক্রবার রাত ১২টার দিকে হাজারীবাগ থানা এলাকার একটি মহিলা হোস্টেল থেকে তারা ইডেন কলেজের শিক্ষার্থী পুষ্পিতার নিথর দেহ উদ্ধার করেন। তার নিথর দেহ ফ্যানের সঙ্গে ঝুলছিল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ময়নাতদন্তের জন্য পুষ্পিতার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুষ্পিতার মৃত্যু ‘আত্মহত্যাজনিত’। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.