হুইপপুত্র শারুন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলার আবেদন

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এবার চট্টগ্রাম চেম্বারের পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুনের (শারুন চৌধুরী) নামে হত্যা মামলার আবেদন করা হয়েছে, তিনি হুইপ শামসুল হক চৌধুরীর ছেলে।

রোববার আশিকুর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই হত্যা মামলার আবেদন করেন মুনিয়ার ভাই আশিকুর রহমান সবুজ।

মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুঁইয়া আবেদনটি গ্রহণ করে জানান, এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলার তদন্ত চলায় আপাতত এটির কার্যকারিতা স্থগিত থাকবে।

You might also like

Comments are closed.